তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

ইন্টারনেট সার্ভিস ও কেবল টিভি অপারেটরদের ধমর্ঘটে না যাওয়ার আহবান

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কেবল টিভি অপারেটরদের ধমর্ঘটে না যাওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ কথা জানান।

এদিকে, আপাতত কোনো সংযোগ বিচ্ছিন্ন করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. আফজাল হোসেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কেবল টিভি অপারেটরদের ধমর্ঘটে না যাওয়ার আহবান জানান তিনি।

সার্ভিস প্রোভাইডাররা ইন্টারনেট সেবা বন্ধ করলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। থমকে যাবে করোনাকালে শিক্ষা কার্যক্রম।

এদিকে সার্ভিস প্রভাইডাররা বলছে, দক্ষিণ সিটি ফাইবার ক্যাবল কাটাকাটি বন্ধ না করলে ঘোষণা অনুযায়ী রোববার (১৮ অক্টোবর) সকাল থেকেই ইন্টারনেট ও টিভি ক্যাবল কানেকশন বন্ধ করে দেওয়া হবে।