ইউএস ওপেন থেকে বিদায় নিলেন সেরেনা

সেরেনা উইলিয়ামস

ইউএস ওপেন থেকে বিদায় নিলেন সেরেনা উইলিয়ামস। নারী এককের ফাইনালে মুখোমুখি হবেন নাওমি ওসাকা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।

এছাড়া, আসরের পুরুষ দ্বৈতের শিরোপা জিতেছেন ম্যাট পেভিক ও ব্রুনো সোয়ার্স জুটি।

২৪তম গ্র্যান্ডস্লাম ঘরে তোলা হলো না সেরেনা উইলিয়ামসের। সেমি ফাইনালেই বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রের এই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে। বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে ১-৬, ৬-৩ ও ৬-৩ গেমে হেরে স্বপ ভঙ্গ হলো সেরেনার।

প্রথম সেট ১-৬ গেমে খুব সহজেই জিতে যান সেরেনা। কিন্তু দ্বিতীয় সেটেই যেন ছন্দপতন ঘটে যুক্তরাষ্ট্রের এই টেনিসারের। অন্যদিকে, আজারেঙ্কা দুর্দান্তভাবে ম্যাচে ফিরে দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে যান। শেষ সেটেও আর দাঁড়াতে পারেনি সেরেনা। ৬-৩ গেমে হেরে এবারের আসর থেকে বিদায় নেন ২৩ টি গ্র্যান্ডস্লাম জয়ী এই টেনিস তারকা।

অন্যদিকে, জাপানের নাওমি ওসাকা যেন ফর্মের তুঙ্গে আছেন। আসরের সেমি ফাইনালে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে ৭-৬, ৩-৬ ও ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন ২০১৮ সালের ইউএস ওপেনের এই চ্যাম্পিয়ন।

এছাড়া, পুরুষ দ্বৈতের ফাইনালে ওয়েসলি কোলহফ ও নিকোলা মেকটিককে সরাসরি ৭-৫ ও ৬-৩ গেমে হারিয়ে শিরোপা ঘরে তুলেছেন ম্যাট পেভিক ও ব্রুনো সোয়ার্স জুটি।