ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটনের জীবনাবসান

জ্যাক চার্লটন

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক কোচ জ্যাক চার্লটন মারা গেছেন।। শুক্রবার (১০ জুলাই) না ফেরার দেশে চলে যান সাবেক এই ইংলিশ ফুটবলার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। নিজ বাড়ি নর্থ আম্বারল্যান্ডে মারা যান তিনি।

১৯৫০ সালে লিডস ইউনাইটেড ফুটবল ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করেন চার্লটন। একটানা ১৯৭৩ সাল পর্যন্ত এই ক্লাবে সঙ্গে যুক্ত ছিলেন এই ইংলিশ ফুটবলার। সবমিলিয়ে ৬২৯ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৭০ টি। এরপর ১৯৬৫ সালে ইংল্যান্ডে জাতীয় দলে যোগ দেন। টানা পাঁচ বছর খেলেছেন জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ। যেখানে গোল সংখ্যা ৬টি।

নিউক্যাসেল ইউনাইটেডের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন চার্লটন। এছাড়া রিপাবলিক অব আয়ারল্যান্ডেরও দায়িত্বে ছিলেন তিনি। তার দেখানো পথে ১৯৮৮ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল আসরে জায়গা করে নেয় দেশটি।