আয়কর ফরম কঠিন

অর্থনৈতিক প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আয়কর ফরম কঠিন। করদাতারা সহজে বুঝতে পারেন না। সরকার সহজ করতে কাজ করে যাচ্ছে। এ জন্য আয়কর সচেতনতায় সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়কর সচেতনতামূলক কর্মশালায় প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। ডিআরইউ ও গোল্ডেন বাংলাদেশ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে।

এম এ মান্নান বলেন, ‘পৃথিবীর অনেক দেশেই কর ফাঁকি দেওয়ার প্রবণতা আছে। তবে দেশের উন্নয়নের স্বার্থে আমাদেরকে এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। কর প্রদানে সবার মাঝে সচেতনতা তৈরি করতে হবে।’

সরকারি প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি প্রকল্পে ভয়ঙ্কর সমস্যা রয়েছে। বছরে বছরে প্রকল্প বাস্তবায়ন হয় না। এ কারণে আমরা যত করই দেই তাতে কাজ হয় না। আমাদের অহেতুক কিছু বিধি-বিধান রয়েছে। তা দূর করা দরকার।’

নতুন ভ্যাট আইনের বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘নতুন ভ্যাট সম্পর্কে মানুষের মাঝে ধোঁয়াশা আছে। আপনাদের লিখনির মাধ্যমে তা পরিষ্কার করে তুলবেন।’

এনবিআর সদস্য ( আয়কর) মীর মুস্তাক আলী বলেন, ‘আজকের কর্মশালার মাধ্যমে কর বিষয়ে প্রচার বাড়বে। যাতে মানুষ কর প্রদানে উৎসাহিত হবে এবং সফলতা অর্জন হবে।’

ডিআরইউ এর সভাপতি জামাল উদ্দীন বলেন, আমরা সবাই কর দিতে চাই। এক্ষেত্রে এনবিআরকে মানবিক হতে হবে। বর্তমানে সর্বনিম্ন যে আয়ের উপর কর নির্ধারিত আছে, সেই আয়ে জীবন যাপন করা যায় কি না তা এনবিআরকে বিবেচনা করতে হবে।’

গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষ কেনো কর দিতে চায় না, এ বিষয়ে জানতে এনবিআরের গবেষণা সেল উন্নত করা উচিত। একই সঙ্গে এনবিআরের নীতি গ্রহণ সহজ করা দরকার। যাতে সহজে এবং দ্রুত নীতি গ্রহণ করা যায়।’

কর্মশালায় ডিআরইউ এর সাধারণ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুমসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।