আশুলিয়ায় নিহত জঙ্গি আ. রহমানের বাড়ি সাতক্ষীরায় নয়

সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় র‌্যাবের অভিযানে ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে আটক ও পরে মৃত নব্য জেএমবি সদস্যের  নাম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

শনিবার রাতভর সাতক্ষীরার সীমান্তবর্তী গ্রাম কুশখালিতে গিয়ে পুলিশ খোঁজ-খবর নেয়। এর আগে পুলিশের কাছে পৌঁছানো এক বার্তায় বলা হয়, আশুলিয়ায় নিহত অর্থদাতা জঙ্গির নাম আবদুর রহমান। তার বাবার নাম আবদুল্লাহ। বাড়ি কুশখালি গ্রামে। পুলিশ সেই আবদুর রহমানের বাড়ি খুঁজতে তৎপর হয়ে ওঠে।

কিন্তু তদন্ত শেষে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, কুশখালির ভ্যানচালক আবদুল্লাহর ছেলের নাম রাকিবুল ইসলাম (২৪)। আবদুর রহমান নামে তার কোনো ছেলে নেই।  নিজ  গ্রামের মক্তবে লেখাপড়া করে ভ্যান চালাত রাকিবুল।

রাকিবুলের বাবা আবদুল্লাহ জানান, তিনি একজন ভ্যানচালক। তার ছেলে রাকিবুল ইসলাম চট্টগ্রামে একটি লবণ কারখানায় চাকরি করে। আজ রোববার সকালেও তার সঙ্গে তার কথা হয়েছে।

তার মার নাম মর্জিনা খাতুন। দুই বোন হাসনুয়ারা ও রউফুনারা। আবদুর রহমান নামের কোনো ছেলে তার নেই বলে জানান আবদুল্লাহ। রাকিবুল অবিবাহিত বলেও জানান তিনি।