আশুলিয়ায় অনুমোদনহীন ২০ লাখ টাকার কারবোনেটেট বেভারেজ জব্দ

আশুলিয়া থেকে ২০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্যান্ডের অনুমোদনহীন কারবোনেটেট বেভারেজ জব্দ করেছে বিএসটিআই।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার আশুলিয়া থানাধীন আউকপাড়া, দশদাহী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রুপ জি-৫০ বেভারেজ লিমিটেড থেকে রয়েল টাইগার ও স্পিড-এর আদলে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ নকল ও মানহীন কার্বনেটেড বেভারেজ জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে রিয়েল টাইগার, ব্রেক আপ, রয়্যাল টাইগার, স্পিডি, ডেল্টা অরেঞ্জ, জি-৫০ ব্রান্ডের কার্বোনেটেড বেভারেজ। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় মালিকের বিরুদ্ধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত মামলা করা হয়।

পাশাপাশি কারখানাটি সিলগালাও করা হয়। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় দার বিরুদ্ধে বিএসটিআই কর্মকর্তা মো. সাইদুর রহমান বাদী হয়ে মামলা করেন।