আশুলিয়ার শিল্পাঞ্চলে হাঁটু পানি

বন্যার পানি নামতে না নামতেই একদিনের বৃষ্টিতে ফের দুর্ভোগে সাভারবাসী। আগের জলাবদ্ধতা আর তার সঙ্গে নতুন করে যোগ হওয়া পানিতে নিমজ্জিত আশুলিয়ার শিল্পাঞ্চল।

স্থানীয়রা জানান, দেড় মাস ধরে উত্তর বাইপাইল ও কাঁউচাবাড়ি এলাকায় জমে থাকা পানিতে বাস করছেন তারা। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে হাঁটু ভিজিয়ে হেঁটে কাজে যেতে হচ্ছে অনেককে। সবচেয়ে বেশি ভোগান্তিতে গার্মেন্টকর্মীরা। রয়েছে খাবার জন্য বিশুদ্ধ পানির সংকটও।

এর মধ্যে আবার বৃষ্টির পানি যুক্ত হয়ে দুর্ভোগ বাড়িয়েছে দ্বিগুণ। কয়েক দফায় গণমাধ্যমে দুর্ভোগের এ চিত্র প্রকাশ হলেও প্রশাসন থেকে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান বাসিন্দারা।