আশরাফুন্নেসার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম শাখার পরিচালক আশরাফুন্নেসার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক ।

সোমবার (২৪ আগস্ট) তথ্য-উপাত্ত চেয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চিঠি দিয়েছে দুদক। আশরাফুন্নেসার বিরুদ্ধে কর্মশালা না করে ভুয়া বিল-ভাউচার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। তার বিরুদ্ধে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

অধিদপ্তরের আইইএম ইউনিটের পরিচালক আশরাফুন্নেছা তার দুরদর্শিতার মাধ্যমে কর্মশালা না করেই এই টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের। এক্ষেত্রে তিনি কর্মশালার নামে কর্মকর্তাদের স্বাক্ষর জাল এবং ভুয়া বিল ভাউচারের মাধ্যমে সব টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ এসেছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটে দুদক চিঠি পাঠিয়েছে।