আলাস্কা উপকূলে রাশিয়ার যুদ্ধবিমানকে প্রতিহত করলো যুক্তরাষ্ট্র

আলাস্কার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধবিমানকে প্রতিহত করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রুশ টু-১৪২ মডেলের বিমানটি প্রায় পাঁচ ঘণ্টা এই অঞ্চলে অবস্থান করে। বিমানটি উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে মার্কিন এফ-২২ স্টেলথ অত্যাধুনিক যুদ্ধবিমান।

রুশ জঙ্গি বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি, বলে জানিয়েছে উত্তর আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- এনওআরএডি। আলাস্কার ৫০ নটিক্যাল মাইলের মধ্যে এসেছিল, তবে আন্তর্জাতিক আকাশসীমাতে অবস্থান করেনি।

এ বিষয়ে কমান্ডার জেনারেল গ্লেন বলেছেন, আমাদের সাথে যারা প্রতিযোগিতা করছে তারা নিজেদের আকাশসীমানা প্রসারিত করার চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, চলতি বছর বেশ কয়েকটি বিদেশি জঙ্গি বিমানকে নিজেদের আকাশ সীমানায় ঠেকিয়ে দিয়েছে। যা বিগত বছরের থেকে অনেক বেশি।

মার্কিন এবং রুশ বিমানের মধ্যে প্রায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে বিশ্বের পরাশক্তির এই দু’দেশ। ওয়াশিংটন দাবি করে আসছে অধিকাংশ সময় আন্তর্জাতিক আকাশসীমানা লঙ্ঘন করে থাকে রুশ বিমান।