আলবেনিয়ার পর এবার ভূমিকম্প আঘাত হানলো পাশের দেশ গ্রিসে

আন্তর্জাতিক ডেস্ক: আলবেনিয়ার পর এবার ভূমিকম্প আঘাত হানলো পাশের দেশ গ্রিসে। বুধবার (২৭ নভেম্বর) গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে স্থানীয় সময় সকালে এ ভূমিকম্প আঘাত হানে। দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশটির অবসরযাপনের এ দ্বীপটিতে ছয় দশমিক পাঁচ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ভূমিকম্পের কারণে দ্বীপটির সব ভবন খালি করে দেওয়া হয়েছে। এর আগে আলবেনিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পরপরই নতুন করে এ ভূমিকম্প আঘাত হানলো। মঙ্গলবার (২৬ নভেম্বর) ছয় দশমিক চার মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ক্রিট দ্বীপ গ্রিসের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতিবছর ৩৬ লাখ পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে আসেন।