আলতাফের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করবে না ইন্টারপোল

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মুত্তাহিদা কওমি আন্দোলনের (এমকিউএম) প্রতিষ্ঠতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ সম্পর্কে পাকিস্তান সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে ইন্টারপোল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমকিউএমের প্রতিষ্ঠাতা আলতাফ হুসেইন বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ আনা হয়েছে, ১৩ মার্চের মধ্যে তার ব্যাখ্যা চেয়েছে ইন্টারপোল। ইন্টারপোল জানিয়েছে, কোনো রাষ্ট্রের ধর্মীয় ও রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না তারা। যে কারণে তার বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশের আন্তর্জাতিক এই সংস্থা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত তারিখের মধ্যেই পাকিস্তান সরকার ব্যাখ্যা দেবে।

আলতাফ হুসেইনের বিরদ্ধে দায়ের করা মামলার শুনানির দিন আদালতে তাকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন সন্ত্রাস দমন আদালত। সন্ত্রাসবাদসহ কয়েকটি মামলা রয়েছে এমকিউএম নেতার বিরুদ্ধে।