আরিচা মৎস্য আড়তে প্রতিদিন বেড়েই চলছে পোনা মাছ বিক্রয়

শিবালয় প্রতিনিধি ( মানিকগঞ্জ ): মৎস্য সংরক্ষন আইন ১৯৫০, দি প্রটেকশন এন্ড কনজারভেশন অব ফিস এ্যাক্ট-১৯৫০; সাধারনভাবে। মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ নামে পরিচিত। নির্বিচারে পোনা মাছ ও প্রজননক্ষম মাছ নিধন মৎস্যসম্পদ বৃদ্ধিতে বিরাট অন্তরায়।
চাষের উদ্দেশ্য ব্যতীত – প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর মাস পর্যন্ত ২৩ সেন্টিমিটারের (৯ ইঞ্চি) ছোট আকারের কাতলা, রুই, মৃগেল, কালিবাউস, ঘনিয়া ইত্যাদি মাছ ধরা, নিজের দখলে রাখা, পরিবহন বা বিক্রয় করা নিষেধ। এই নির্দেশনা থাকা সত্বেও কতিপয় কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী প্রতিনিয়ত আরিচা মৎস্য আড়তে পোনা মাছ বিক্রয় করেই যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক মাছ বিক্রেতা বলেন, আমরা এতো সব আইন-কানুন জানিনা। পেটের দায়ে সারা বছর আরদ থিক্যা মাছ কিন্যা বাজারে বিক্রি কইরা পরিবার নিয়্যা কোন রকম বাইচা থাকি এইডাই বড় কথা।
এলাকাবাসীর মন্তব্য, সরকার মৎস্য সংরক্ষন আইন করলেও আরিচা মৎস্য আড়তদাররা এসব আইনের কোন ধার ধারেনা। কর্তৃপক্ষ এই বিষয়ে আরো কঠোর না হলে পোনা মাছ নিধন হতেই থাকবে। এই যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকষণ করছি।