আরামপ্রিয়তার নমুনাসংবলিত বিড়ালটি (ভিডিও)

ডেক্স: আরাম করতে কে না ভালোবাসে? একটু অবসর পেলে শরীরটাকে আরাম দিতে ক্ষতি কোথায়? তাই বলে এতটাই আরামপ্রিয় হওয়া নিশ্চয় ঠিক না যে, পানিটাও শুয়ে শুয়ে খাবেন!

তবে এমনই এক আরামপ্রিয় বিড়ালের সন্ধান পাওয়া গেছে। তার আরামপ্রিয়তার নমুনাসংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আপলোড হওয়ার পর থেকে ২ কোটির বেশি বার দেখা হয়েছে ভিডিওটি।

বিড়ালটির মালিকই বিড়ালটির ওই ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, বেশ আরাম করে বিশেষ উপায়ে পানি পান করছে বিড়ালটি।

ভিডিওতে দেখা যায়, ডোরাকাটা বাদামিরঙা বিড়ালটি একটি রূপার পানির বাটির পাশে আয়েশি ভঙ্গিতে শুয়ে আছে। ছোট বিড়ালটির হাতের কাছেই পানির বাটি। তবে সে এতটাই আরামপ্রিয় যে, শয়ন থেকে উঠে বসে পানি পান করতে রাজি নয়।

সে বরং তার হাতের তালু পানিতে ভিজিয়ে সেই ভেজা তালুর চুইয়ে পড়া পানি পান করছে। তারপর পানি চোয়ানো শেষ হয়ে গেলে তালু ভালোভাবে চেটে চেটে খাচ্ছে, যেন পুনরায় তালু চুবিয়ে বেশি পরিমাণে পানি তোলা যায়। পরে আবার তালু পানির বাটিতে চুবিয়ে পানি সংগ্রহ করছে।

বিড়ালটি সচেতন যে, তার মালিক তার ভিডিও ধারণ করছে। তবে সে দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই।

কী আরামপ্রিয় বিড়াল রে বাবা!

ভিডিও :

https://youtu.be/A24XkuTcwds