আরও ৪৮ ঘণ্টা পরও পৌঁছেনি কিট

 নিজস্ব প্রতিবেদকঃ করোনা শনাক্তের কিট চট্টগ্রামে আসার কথা ছিল রোববার (২৪ মার্চ)। কিন্তু আরও ৪৮ ঘণ্টা পার হতে চললেও এখনও কিট আসেনি বলে জানিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের পরিচালক ডা. মো. আবুল হাসান।

তিনি বলেন, এ হাসপাতালের এক অধ্যাপক এবং দু’জন টেকনিশিয়ান প্রশিক্ষণ নিয়ে ফিরেছে কিন্তু এখনও পর্যন্ত আসেনি করোনা শনাক্তের কিট। আশা করছি আগামীকাল পেতে পারি।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলা সংক্রান্ত বিভাগীয় কমিটির সভায় ৪৮ ঘণ্টার মধ্যে করোনা শনাক্তের কিট চট্টগ্রামে আসার কথা জানান বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

পরে রোববার আরও দুই দিন কিট আসতে সময় লাগবে বলে জানান চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।