আরও এক হজযাত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ঃ পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় মোহাম্মদ আবদুল খালেক (৬৪) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বরিশাল জেলার মুলাদি থানার চরকালেখা গ্রামের বাসিন্দা আবদুল খালেকের পাসপোর্ট নম্বর বিজে-০৫৫৮৫০৩।

বেসরকারি লাবিব হজ ওভারসিজ নামক এজেন্সির মাধ্যমে গত ১৮ জুলাই তিনি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (এসবি ৮০৯) যোগে সৌদি আরব যান। আবদুল খালেকসহ চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তন্মধ্যে ১০ জন মক্কায়, ২ জন মদিনায় এবং ১ জন জেদ্দায় মারা যান।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশে এবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।