আমিই প্রথম প্রেসিডেন্ট যে নতুন কোনো যুদ্ধে জড়ায়নিঃ ট্রাম্প

নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগে মঙ্গলবার সমাপনী ভাষণ দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ বছরের শাসনামলে যুক্তরাষ্ট্র নতুন কোনো যুদ্ধে জড়ায়নি উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, গত কয়েক দশকের মধ্যে আমিই প্রথম প্রেসিডেন্ট যে নতুন কোনো যুদ্ধে জড়ায়নি। এ জন্য আমি বিশেষভাবে গর্বিত। ভাষণে তার শাসনামলে দায়িত্বপালনকারী প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

ভাষণের শুরুতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে আবারও শ্রেষ্ঠ করার লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন শুরু করি। ভাষণে এ স্লোগান তিনি বেশ কয়েকবার উচ্চারণ করেন। বলেন, যে কারণে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে এসেছি তা আমরা করেছি; বরং তার চেয়ে অনেক বেশি করেছি।

এ সপ্তাহে আমরা নতুন প্রশাসনের অভিষেক করতে যাচ্ছি। তারা যাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং সমৃদ্ধি ধরে রাখতে পারে সে জন্য প্রার্থনা করছি। উত্তরসূরির নাম উল্লেখ না করে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে শুভেচ্ছা জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, তার প্রশাসন মার্কিন মিত্রদের পুনরুজ্জীবিত করেছে। চীনকে মোকাবিলায় বিশ্ববাসীকে একত্রিত করেছে। যা আর কখনো হয়নি আগে। যুক্তরাষ্ট্র দায়েশ বা আইএসআইস খেলাফত এবং তাদের নেতাদের হত্যা করেছে। নিপীড়ক ইরানি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাসী, ইরানি কসাই কাসেম সোলাইমানিকে হত্যা করেছে।

তিনি বলেন, তার শাসনামলে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা সত্ত্বেও জেরুজালেমকে ইসরাইলের রাজধানী এবং গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, বুধবার বিকেলে নতুন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছি আমি। আমি আপনাদের জানাতে চাই, আমরা যে অগ্রযাত্রা শুরু করেছি এটা কেবল শুরু। এ ধরনের যাত্রা আগে কখনোই হয়নি। নাগরিকদের সেবা করাই হোয়াইট হাউসের দায়িত্ব। কখনোই এর ব্যত্যয় ঘটবে না। বরং দিনে দিনে এ প্রতিশ্রুতি আরও শক্তিশালী হবে।