আমাজনে ফের দাবানল, মারা পড়ছে বহু বিরল প্রাণী

আমাজনে আবারো দাবানল। মারা পড়ছে বহু বিরল প্রাণী । আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী কাজ করলেও বৈরী আবহাওয়ার কারণে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যেখানে কয়েকদিন আগেও পাখিদের কল-কাকলিতে মুখরিত ছিল, এখন যেন মৃত্যুপুরী। আগুনের লেলিহান শিখায় পুড়ে মরছে বহু বিলুপ্ত প্রজাতির প্রাণী। দাবানল ক্রমাগত ছড়াতে থাকায় বনের বিস্তৃণ অঞ্চল আচ্ছন্ন হয়ে পড়েছে ধোঁয়ায়। তিন সপ্তাহ অতিবাহিত হলেও এখনও পরিস্থিতির কোন উন্নতি নেই।

আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। একপ্রান্তে কমে তো আরেক প্রান্তে বেড়ে যায়। সবুজ, সরব এই বনাঞ্চল এখন আগুনের গোলা।

প্রতিবছর জুলাই মাসের মাঝামাঝি দুই তিনবার বৃষ্টি হলেও এবার তার দেখাই নেই। এবার অনেক আগেই আগুন বড় আকারে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে।

গত বছর তিন মাসেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল আমাজনের দাবানল। আগুন ভয়াবহ আকার ধারণ করলে সমালোচনার মুখে পড়েন ব্রাজিলের প্রেসিডেন্ট। বিশ্ব সম্প্রদায়ের তীব্র চাপের পাশপাশি নিজ দেশেও শুরু হয় পরিবেশবাদীদের বিক্ষোভ।

সমালোচকদের অভিযোগ, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও ভূমি দখল করতেই শুষ্ক সময়ে আমাজনের বুকে ধরিয়ে দেয়া হয় আগুন।