আমাকে হত্যার চেষ্টা করছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নোট বাতিলের বিরুদ্ধে সরব হওয়ায় তাকে হত্যার চেষ্টা হচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্কের কলকাতা দফতরের সামনে তৃণমূলের তিন দিনের ধর্নার শেষ লগ্নে বক্তৃতায় বুধবার তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন,‘বিমান দুর্ঘটনা ঘটিয়ে আমাকে মারার চেষ্টাও করেছে এরা! চক্রান্ত করে! কোনোরকমে বেঁচে গেলাম!’

গত নভেম্বরে নোট বাতিলের বিরুদ্ধে বিহারে সভা করে ফেরার সময়ে কলকাতা বিমানবন্দরে মমতার বিমান সময়মতো অবতরণ করতে পারেনি। আধঘণ্টারও বেশি আকাশে চক্কর কাটে তার বিমান। ওই বিমানে মমতার সঙ্গেই ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম। পরে তৃণমূল নেত্রী টুইট করে ঘটনাটির তদন্ত দাবি করেন। তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে কেন্দ্রের পাশাপাশি রাষ্ট্রপতিরও দ্বারস্থ হন। মমতা নিজে বিধানসভায় বিষয়টির তদন্ত দাবি করেন। তদন্তে অবশ্য পাইলটদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু করার অভিযোগ প্রমাণিত হয়নি।

মমতা তার বিরুদ্ধে কেন্দ্র তথা বিজেপির প্রতিহিংসার প্রসঙ্গ টেনে বুধবার বলেছেন, ‘এটিসি বলেছে এর দোষ, ওর দোষ! দু’জন পাইলটকে সাসপেন্ড করল। পুলিশ তো তদন্ত করতে গিয়ে কোনও কাগজই পেল না! খুব বিপজ্জনক!’

মমতা জানান, নোট বাতিলের বিরুদ্ধে সরব হওয়ায় বিজেপি তাকে প্রাণে মারার চক্রান্ত করছে। তার দলের সাংসদদেরও ‘মিথ্যা অভিযোগে’ গ্রেপ্তার করছে। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে সিবিআই গ্রেফতার করলেও এখনও তাদের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি বলে দাবি করেন তৃণমূল নেত্রী। কেন্দ্র-বিরোধিতায় মুখর তৃণমূলকে ‘নরম মাটি’ ভেবে বিজেপি এ ভাবে আক্রমণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে তৃণমূল কোনোভাবেই যে কেন্দ্রের কাছে পর্যুদস্ত হবে না, তা আবার স্পষ্ট করে মমতা বলেন, ‘তৃণমূল ঊর্বর মাটি। পারলে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়ে আসুন!’