আমরা দুটি ম্যাচই বাজে খেলেছি

ক্রীড়া প্রতিবেদক : ‘আমরা দুটি ম্যাচই বাজে খেলেছি। ভাগ্য ভালো ছিল বলে প্রথম ম্যাচটি জিতেছি। অন্যথায় এখনই সিরিজ হেরে যেতাম। এখনও আমাদের সিরিজ জয়ের সুযোগ আছে। আমরা যদি এখান থেকে ভুলগুলো শুধরে নিতে পারি তাহলে সিরিজ জয়ের সুযোগটি কাজে লাগাতে পারব।’

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বিতীয় ম্যাচে হারের জন্য মাশরাফি পুরো দলকে দায়ী করেছে। ম্যাচ নিয়ে মাশরাফির মূল্যায়ন, ‘ওভার অল আমরা টিম হিসেবে সবাই খারাপ করেছি। ব্যাটিং যারা সেট ছিল তারা বড় স্কোর করতে পারেনি। উপরে চারজন ব্যাটসম্যানকে দেখেন সবাই ২০-২৫ বা তারও বেশি রান করে আউট হয়েছে। আজকে যে উইকেট ছিল ২৪০ বা ২৩০ করলে ভালো স্কোর হত। আমরা ওখানে সেট হয়ে আউট হয়েছি। ওয়ানডেতে ২০-২৫ রান সেট স্কোর। বোলিং আমাদের পরিকল্পনা ছিল দ্রুত ২-৩টি উইকেট নেওয়া। পরিকল্পনামত আমরা ওদের চারটি উইকেট তুলেও নিয়েছিলাম। তারপর আমরা আসগর ও নবীকে পরিকল্পনা অনুযায়ী ভালো বল করতে পারিনি। বেশ কিছু রান ওখানে বেরিয়ে গেছে। তারপরও আমরা ব্রেক থ্রু পেয়িছি সেটা অনেক আগে দরকার ছিল। ১০, ১৫ কিংবা ২০ রান আগে উইকেটটা আসলে ভালো হত।’

উইকেট নিয়ে মাশরাফির মূল্যায়ন, ‘প্রথম ম্যাচে আমরা ফ্ল্যাট উইকেটে খেলেছি। আজকের উইকেট স্লো ছিল। সকালে বৃষ্টি ছিল। দিনটি মেঘলা ছিল এজন্য আর্দ্রতা যায়নি। পরবর্তীতে শিশিরে সমস্যা হয়েছে। তারপরও তাইজুল, সাকিব, মোসাদ্দেক ভালো বল করেছে।’

আফগানিস্তানকে জয়ের জন্য ক্রেডিট দিয়েছেন মাশরাফি। তার ভাষ্য, ‘আফগানিস্তান প্রত্যেকবার আমাদেরকে কম রানে আটকে দিচ্ছে। আমি মনে করি ওদের শক্তিশালী স্পিন বিভাগ আছে। রশিদ খান আসার পর স্পিন অ্যাটাক আরও ভালো হয়েছে। সব মিলিয়ে ওরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। দুটি ম্যাচেই ভালো করেছে’