আবারো স্পেনের রাজত্ব ফিরে পেলো রিয়াল মাদ্রিদ

রিয়াল

ফুরালো দুই বছরের অপেক্ষা। আবারো স্পেনের রাজত্ব ফিরে পেলো রিয়াল মাদ্রিদ। অমরত্বের পথে এক ধাপ এগিয়ে গেলেন জিনেদিন জিদান। ফিরে এসেই রেকর্ড ৩৪ বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন বানালেন লস ব্লাঙ্কোদের। ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ । জোড়া গোল করেছেন করিম বেনজামা

এ আনন্দ শেষ হবার নয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতঙ্কও থামাতে পারেনি এ উৎসবকে। অমরত্ব এখন অনেক ঠুনকো শব্দ জিনেদিন জিদানের কাছে। ভিনি ভিডি ভিসির মতো দায়িত্ব নিয়েই প্রথম দফায় রিয়ালের ৯ শিরোপা জেতার পেছনের কারিগর ছিলেন এ ফরাসী। বিরতি দিয়ে ফিরলেন আবারো সাদা জার্সিতে, হারানো মসনদটাও দখল হলো মাদ্রিদের রাজাদের।

২০১৯/২০ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন এখন রিয়াল মাদ্রিদ।

মঞ্চটা প্রস্তুত ছিলো শুরু থেকেই। কোভিড ভয় কাটিয়ে ফেরা ফুটবলে, প্রথম দিন থেকে আলো ছড়িয়েছিলো মাদ্রিদিস্তারা। সবচেয়ে কাছের প্রতিপক্ষ বার্সেলোনা তখন হারিয়ে খুঁজছে নিজেদের। সুযোগটা ষোলোআনা কাজে লাগালো চির প্রতিদ্বন্দ্বীরা।

ভিয়ারিয়ালকে হারালেই শিরোপা, এই যখন সমীকরণ, আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে আক্রমণাত্মক ফর্মেশনে রিয়াল মাদ্রিদ। কিক অফ থেকেই চলে নানা কৌশলে গোলের চেষ্টা। তবে সাফল্য মেলেনি। দানি কারবাহাল কিংবা লুকা মদ্রিচ, কারো শটেই ছিলোনা সে গতি। বেনজামাও হতাশ করেন জিজুকে।

২৯ মিনিটে ভাঙে ডেডলক। স্কোরার রিয়ালের বুড়ো ঘোড়া। ২০০৯ এ যোগ দেয়ার পর প্রথমবারের মতো সাদা জার্সিতে টানা দুই মৌসুমে ২০ গোল জমা হয় বেনজামার ঝুলিতে।

বিরতি থেকে ফিরে, তুরুপের শেষ তাসগুলোকেও মাঠে নামিয়ে দেন জিদান। যে কোন মূল্যে ঘরের মাঠেই শিরোপা উৎসব ছিলো একমাত্র লক্ষ্য। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেন নি কেউই।

৭৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক নাটকের পর, নিজের ২১তম গোল পূরণ করেন ফরাসী ফরোয়ার্ড করিম বেনজামা। ২ গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে লস ব্লাঙ্কোরা।

কিন্তু ৮৩ মিনিটে হঠাৎ করা আক্রমণে এক গোল শোধ করে দেয় ভিয়ারিয়াল। নাটকীয় কিছুর আভাস মেলে ডি স্টেফানোতে।

কিন্তু শিরোপার নেশায় বুঁদ রিয়ালকে হটানো ছিলো অসম্ভব। যোগ করা সময়ে আরো এক গোল করেন অ্যাসেনসিও, কিন্তু প্রিয় ভিএআর এদিন আর পক্ষে থাকে নি মাদ্রিদের।

তবে, তাতেও উৎসবে কোন ভাটা পড়েনি আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে।