আবারও রাজধানীতে বাড়ছে করোনা রোগী

কোভিড রোগী

রাজধানীর হাসপাতালগুলোতে আবারও বাড়তে শুরু করেছে কোভিড রোগী । কোভিড নির্দিষ্ট হাসপাতালগুলোয় ভর্তি রয়েছে সক্ষমতার বেশি রোগী। আইসিইউ খালি নেই বেশিরভাগেই।

সাধারণ মানুষের মধ্যেও স্বাস্থ্যবিধি মানায় ঢিলেঢালা ভাব। এরই মধ্যে রাজধানীর নির্দিষ্ট কোভিড হাসপাতালগুলোয় ফের বাড়তে শুরু করেছে রোগীর চাপ। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল দিন কয়েক আগেই বাড়াতে হয়েছে আইসোলেশন শয্যা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সপ্তাহখানেক আগেও কোভিড রোগীর সংখ্যা ১৭০ থেকে ১৮০ এর মধ্যে থাকলেও বর্তমানে ২১০ শয্যায় রোগী রয়েছে। ঢাকা মেডিকেলে গড়ে ৫শর বেশি রোগী থাকলেও সপ্তাহ দুয়েকের মধ্যেই সে সংখ্যা ৬৩০ ছাড়িয়েছে।

অন্যদিকে আইসিইউ ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে কুর্মিটোলা জেনারেল, মুগদা হাসপাতাল, মহানগর হাসপাতাল, আনোয়ার খান মডার্নে খালি নেই আইসিইউ। কুয়েত মৈত্রী, শেখ রাসেল গ্যাস্টোলিভার, সরকারি কর্মচারী হাসপাতালে ফাঁকা আছে একটি করে।