ব্ল্যাক লাইভস ম্যাটার্স

আবারও বর্ণবাদ বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রে

বর্ণবাদ বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রে

আবারও বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য। সোমবার ( ১৭ আগস্ট) ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স‘ এর সমর্থনকারীদের বিক্ষোভে বাধা দেয় পুলিশ। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী।

কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে এভাবেই আন্দোলনে সরব হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য। স্টোন মাউন্টেইন এলাকার রাস্তায় অবস্থান নিয়ে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করে দিতে বিক্ষোভে টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠি চার্জ করে পুলিশ। এতে দুই পক্ষের মধ্যে বাড়ে সংঘর্ষ। আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী।

আন্দোলনকারীদের একজন বলেন, জর্জ ফ্লয়েড আর ওর মতো আরও অনেকেরই একটা মাত্র দোষ ছিলো, তারা কালো। ওদের সবারই আজ বেঁচে থাকার কথা ছিলো। তাদের খুনের দায় নিতে হবে সরকারকেই।

একইভাবে সংঘর্ষ বাধে দেশটির ওরেগন অঙ্গরাজ্যে অব্যাহত থাকা পোর্টল্যান্ড শহরের বর্ণবাদ বিরোধী বিক্ষোভেও। মার্কিন পুলিশ বাহিনী সংস্কারের দাবিতে ব্যানার-প্ল্যাকার্ড হাতে রাজপথে অবস্থান নেয়া আন্দোলনকারীদের ওপর চড়াও হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনের দিন পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে স্মরণ করেন তার পরিবারের সদস্যরা। এসময় একসাথে এক মিনিট নীরবতা পালন করেন ব্ল্যাক লাইভস ম্যাটারের সমর্থনকারীরা।