আবারও প্রবাসী বাংলাদেশিদেরকে ফেরত পাঠিয়েছে ইতালি

আবারও বিমানবন্দর থেকে প্রবাসী বাংলাদেশিদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। করোনার কারণে বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকায় অন্তত ৪৭ জন বাংলাদেশি স্বদেশে ফেরত যেতে বাধ্য হলেন।

এরমধ্যে মিলান থেকে চারজন এবং কাতারের দোহা থেকে বাকিদের ইতালি প্রবেশের সুযোগ দেয়া হয়নি। দোহা বিমান বন্দর থেকে এক প্রবাসী জানান, দুইদিন পর তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। অন্তঃসত্ত্বা এই গৃহবধুকে নিয়ম অনুযায়ী হোটেলও দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ইতালির মিলানোর মালপেন্সা বিমানবন্দর থেকে ফেরত যাওয়া প্রবাসীরা এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

তারা বলেন, আমরা অনেক ভোগান্তিতে পরেছি। আমাদের সমস্যাগুলো সমাধান করার অনুরোধ করছি।

তবে, আইন অনুযায়ী সাধারণ স্টে পারমিট ধারীদের দেশে ফেরত পাঠানোর সুযোগ নেই বলে দাবি কমিউনিটি নেতাদের।