আন্ধরমানিক সড়ক বেহাল দশাঃ শাঁখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা

ইনভেষ্টিগেটিভ ক্রসপন্ডেন্ট ( মানিকগঞ্জ ): অবশেষে টনক নড়ল কর্তিপক্ষের। তবে জনদুর্ভোগ কমাতো দুরের কথা দুর্ভোগ এখন দুর্বিষহ আঁকার ধারন করেছে। ক্রইম প্যাট্রোল নিউজ বিডি.কমে প্রকাশিত মানিকগঞ্জ বেউথা আন্ধারমানিক পয়েন্টের অচলাবস্থার প্রতিবেদন প্রকাশের পর কর্তিপক্ষ শনিবার সকাল থেকে রাস্থা সংস্কারের উদ্যোগ নেয়।

অপরিকল্পিত ভাবে অতি নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরী উক্ত রাস্তাটি একটু বৃষ্টি হলেই সীমাহীন জলাবদ্ধতার সৃষ্টি হয় । মাএ একশত গজ এলাকা জুরে রাস্তায় সৃষ্ট বিহদাকার গর্তে “রাবিশ” ফেলে নামকা ওয়াস্তে সংস্কার শুরু করে । এতে পরিস্হিতি আরো অসহনিয় পর্যায়ে পরতে হচ্ছে সাধারন যাএীদের ।

এনিয়ে এলাকায় বিক্ষিপ্ত জনতা ও ঠিকাদারের মধ্যে মারমূখী অবস্থা বিরাজ করছে । যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন যাএী সাধারন । এলাকাবসী বলছে কর্তৃপক্ষ শাঁখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ।