আধিপত্য বিস্তারে মাদারীপুরে সংঘর্ষ, আহত ১২

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ইব্রাহীম বেপারী (২৫), বিপ্লব বেপারী (১৪), দবির বেপারী (৫৫), আরজু হাওলাদার (৩৮), নুরুল ইসলাম শিকদার (৩৫), রিজিয়া বেগম (৪০), নুর আলম বেপারী (২৯) ও সুলতানা আক্তার (২৫) এর তথ্য পাওয়া গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দবির বেপারী ও নুরু বেপারীর মধ্যে বিরোধ চলছে। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে নারীসহ আহত হয় অন্তত ১২ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের আঙ্গুলকাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।