আজ ১০ ডিসেম্বর, ময়মনসিংহ মুক্ত দিবস

ময়মনসিংহ : আজ ১০ ডিসেম্বর, ময়মনসিংহ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় ময়মনসিংহ।

হানাদারমুক্ত দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালির আগে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় নাজিম উদ্দিন আহম্মেদ এমপি, বর্তমান কমান্ডার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা ডেপুটি কমান্ডার জিয়াউল ইসলাম, হারুন আল রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।