ফার্মাস ব্যাংক ঋণ জালিয়াতি

আজ সাবেক প্রধান বিচারপতি সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

দুর্নীতির মামলার সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে এ সাক্ষ্য নেয়া হবে।

ফার্মাস ব্যাংকের চারকোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থপাচারের মামলায় গত ১৩ আগস্ট এসকে সিনহাসহ ১১ জনের বিচার শুরুর আদেশ দেন আদালত।

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ৮ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। জেলে আছেন একজন আর জামিনে রয়েছেন দুইজন আসামি। আসামিদের মধ্যে ৬ জনই ফার্মাস ব্যাংকের সাবেক কর্মকর্তা।

২০১৯ সালের ১০ জুলাই এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। অভিযোগপত্রে বলা হয়, মিষ্টির ব্যবসায়ীর নাম করে ফার্মাস ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ঋণ নিয়ে সেই টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, উত্তোলন ও পাচার করেছেন আসামিরা।