আজ রাতে জেএমবি নেতা আরিফের ফাঁসি কার্যকর

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসি রোববার রাতে খুলনা কারাগারে কার্যকর করা হবে।

রাত সাড়ে ১০টার দিকে ফাঁসির কার্যকর করার কথা রয়েছে। ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে।

জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের বাড়ি বরগুনার বান্দরগাছিয়ায়। তিনি ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে বন্দি রয়েছে।

খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বলেন, ‘আইনী প্রক্রিয়া অনুসরণ করেই জঙ্গি আরিফের ফাঁসি কার্যকর করা হবে।’

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর-ই-আলম জানান, ফাঁসির রায় কার্যকর করতে সকল প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ২০০৬ সালের ২৯ মে এ হত্যা মামলার রায়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ ৭ জনের ফাঁসির আদেশ দেন। ইতোমধ্যে চয়জনের ফাঁসি কার্যকর হয়েছে।

২০০৪ সালের ১০ মে খুলনার কুখ্যাত খুনি এরশাদ আলী শিকদারের পর প্রায় একযুগ পর খুলনা কারাগারে ফাঁসি কার্যকর হতে যাচ্ছে।