আঙুলের গিঁটে কালো দাগ দূর করার সহজ উপায়!

লাইফস্টাইল ডেস্কঃ অনেকেরই মুখের তুলনায় হাত অনেক কালো থাকে। আবার হাতের থেকে আঙুলের গিঁটগুলো আরো কালচে ধাচের হয়। এই দাগ হাতের সৌন্দর্য একেবারেই নষ্ট করে দেয়।
অনেকের পায়েও কালচে দাগ থাকে। অনেক কিছু ব্যবহার করেও এই দাগ উঠানো যায় না। তবে প্রাকৃতিক কয়েকটি উপায়েই কিন্তু এই দাগ দূর করা সম্ভব। জেনে নিন উপায়-

লেবু এবং চিনির স্ক্রাব

দুই চা চামচ মধু, এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ চিনি ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি দিয়ে আঙ্গুলের গিঁটে ১৫ মিনিট ম্যাসাজ করুন। লেবুর ব্লিচিং এজেন্ট কালচে দাগ দূর করে। আর মধু প্রাকৃতিকভাবে ত্বক ময়েশ্চারাইজ করে।

দুধের সর ও হলুদের গুঁড়া

এক চা চামচ দুধের সর, এবং এক থেকে দুই চা চামচ হলুদের গুঁড়া ও দুই থেকে তিনি ফোঁটা বাদামের তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি আঙুলের গিঁটসহ কালো হয়ে যাওয়া ত্বকে ম্যাসাজ করে লাগিয়ে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দ্রুত ফল পেতে এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন।

দুধ এবং ভিটামিন ই ক্যাপসুল

এক চা চামচ দুধ, দুধের সর ও একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। প্যাকটি আঙুলের গিঁটসহ কালো হয়ে যাওয়া ত্বকে ১০ মিনিট ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন।