আগৈলঝাড়ায় আওয়ামীলীগের কমিটি নেই দুই বছর

বরিশাল প্রতিনিধি, হান্নান  :
বরিশালের আগৈলঝাড়ায় প্রায় দুই বছর যাবত কমিটি বিহীন চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর কার্যক্রম। দলের কেন্দ্রীয় কাউন্সিলকে ঘিরে তাই উপজেলার সর্বত্র এখন আলোচনা “কে হবেন কাউন্সিলর ও ডেলিগেটর”। দক্ষিনা লে আওয়ামী রাজনৈতিক দলের অভিভাবক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র-এমপি’র নিজ এলাকা বরিশালের আগৈলঝাড়া। এই উপজেলায় প্রায় দুই বছর ধরে দলের কমিটি নেই। কমিটি না থাকায় উপজেলায় দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহনে দলকে প্রায়ই নেতার উপর নির্ভর করতে হয়। দীর্ঘ দিনেও কমিটি গঠন না করায় চরম হতাশায় ভুগছেন দলের নেতৃত্ব প্রদানকারী নেতারা। মুল দলের কমিটি না থাকায় অংগ ও সহযোগি সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রমেও দেখা দিয়েছে গতিহীনতা। অনেক সহযোগী সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক পূর্বে। নাম না প্রকাশের শর্তে দলের একাধিক নেতা বলেন, দীর্ঘ দিন ধরে তারা দলের কান্ডারী আবুল হাসানাত আবদুল্লাহর মুখের দিকে তাকিয়ে রয়েছেন। ২০১৩ সালের ২৫ ডিসেম্বর সর্বশেষ ইউসুফ মোল্লা সভাপতি ও যতীন্দ্র নাথ মিস্ত্রীকে সাধারণ সম্পদক হিসেবে ঘোষণা করেন। দলের গঠনতন্ত্র অনুযায়ি ৯০ দিনের মধ্যে তাদের পুর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে। কিন্তু তারা কোন কমিটি গঠন করতেই পারেনি। উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামীলীগের সাধারন সম্পাদক যতীন্দ্র নাথ মিস্ত্রী প্রার্থী হওয়ায় ২০১৪ সালের ৮ মার্চ দল থেকে তাকে বহিস্কার করা হয়। এর পরে সভাপতি ইউসুফ মোল্লা একাই দল পরিচালনা করেন। গত ২০১৪ সালের ১৩ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লার মৃত্যু হয়। তার মৃত্যুতে নেতৃত্ব শুন্য হয়ে পরে উপজেলা আওয়ামীলীগ। সেই থেকে এ পর্যন্ত দলের কোন আহক্ষায়ক বা ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করা হয়নি। কমিটি না থাকায় দলের মধ্যে অনেক সময় দেখা দেয় বিশৃংখলা। উপজেলা আওয়ামীলীগের কমিটি না থাকায় আগামী ২২ অক্টোবর আওয়ামীলীগের কেন্দ্রীয় কাউন্সিলে কারা কাউন্সিলর ও ডেলিগেটর হচ্ছে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। কেউ বলছে আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আবদুলাহ (এমপি) যাকে নির্ধারন করবেন সেইয় হবেন কাউন্সিলর ও ডেলিগেটর।