আগুনে পুড়ল ম্যাট্রেস কারখানা

চট্টগ্রামে আগুনে ম্যাট্রেস কারখানা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামের কালুরঘাট ট্রেডিংয়ের ফেলট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে হঠাৎ চট্টগ্রামের কালুরঘাট ট্রেডিংয়ের ফেলট কারখানায় আগুন লাগে। পুরো ফ্যাক্টরিতে জুট থাকায় মুহূর্তেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পরে। এ সময় কারখানায় অর্ধশতাধিক কর্মচারী কর্মরত ছিল। প্রথমে কারখানার কর্মচারী ও শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অনুসন্ধান করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানানোর কথা বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তৌহিদুল ইসলাম ভুইয়া বলেন, আমরা সফলভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কেউ আহত বা নিহত হননি। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা আমরা অনুসন্ধান করে দেখব। বিভিন্ন জায়গা থেকে জুট সংগ্রহ করে কারখানাটিকে ম্যাট্রেসের ওপরের অংশ তৈরি করা হয়।