আগামী বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর

ক্রীড়া ডেস্ক : আগামী বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর। আয়োজক ইংল্যান্ড যে বাজেট দিয়েছে তাতে চোখ কপালে ওঠার মতো! অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো বাজেট ঘোষণা করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, আয়োজক ইসিবি আইসিসির কাছে ১৩৫ মিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করেছে! গণমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার পর বাজেটের বিপক্ষে আওয়াজ তুলে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাদের অভিযোগ চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট চলতি বছর ভারতে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে প্রায় তিনগুণ।

তবে আইসিসির চেয়ারম্যান ও বিসিসিআইয়ের প্রাক্তন বস শশাঙ্ক মনোহার জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট মাত্র ৪৬ মিলিয়ন ডলার যা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকেও কম! ক্রিজবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোহার বলেন, ‘১৩৫ মিলিয়ন ডলারের যেই বাজেট মিডিয়ায় এসেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার ধারণা নেই এ বাজেট কীভাবে পেলেন তারা। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাজেট ছিল ৫৫ মিলিয়ন ডলার। এখানে প্রোডাকশন ব্যয়ও ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট ৪৬ মিলিয়ন ডলার ধরা হয়েছে। এখানেও প্রোডাকশন ব্যয় সংযুক্ত।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বেশি, ভেন্যুও বেশি, ম্যাচও বেশি; সে তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সংখ্যা মাত্র ৮টি। ম্যাচ সংখ্যাও সীমিত। এ হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট কম হওয়ার কথা। কিন্তু শশাঙ্ক মনোহার বললেন, ‘আপনাদের মনে করিয়ে দিতে চাই ভারত ও ইংল্যান্ডের জীবনযাপনের মানের মধ্যে পার্থক্য আছে। ওখানে থাকা-খাওয়া এবং ভ্রমণের খরচ ভারতের থেকে বেশি। এজন্য বড় বাজেট থাকবে এটাই স্বাভাবিক।’

তিনটি ভেন্যুতে ১৫টি ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানে ভারতের সাতটি ভেন্যুতে ২৭ দিনের টুর্নামেন্টে পুরুষ ও নারীদের মোট ৫৮ ম্যাচ হয়েছিল।