আগস্টের গ্রেনেড হামলার হুকুমের অভিযোগে খালেদার বিরুদ্ধে মামলা

২১ শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় পরিকল্পনাকারী ও হুকুমদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একমাত্র আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে, বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলা করেন ।

প্রাথমিক শুনানি নিয়ে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করার নির্দেশ দেন। একইসঙ্গে নথি পর্যালোচনা করে মামলার বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানান।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারী ও হুকুমদাতা। বাদীর দৃষ্টিতে এ ঘটনার প্রধান আসামি হচ্ছেন বেগম খালেদা জিয়া।

হামলার পর শেখ হাসিনা মারা যাননি- এমন সংবাদ পেয়ে খালেদা জিয়া প্রশাসনের লোকদের দ্রুত আলামত নষ্টের নির্দেশ দিয়েছিলেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

২০০৪ সালের বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জনের প্রাণহানি ঘটে, আহত হন শতাধিক। এ ঘটনায় অল্পের জন্য বেচেঁ যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।