আখাউড়ার শিশু সিফাত নিরাপদে উদ্ধার, অপহরণকারী চক্রের ২ জন গ্রেফতার

মোঃ সিজান আহমেদ সোহাগ: গতকাল রাত ৮ টার দিকে চাঞ্চল্যকর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের মুক্তিপণের দাবিতে অপহৃত দুই বছরের অবুঝ শিশু সিফাত (২) সম্পূর্ণ অক্ষত অবস্থায় অপহরণের মাথায় ঠিক ৪৮ ঘন্টার ব্যবধানে নোয়াখালি জেলার শুধারাম উপজেলা থেকে উদ্ধার করেছে আখাউড়া, শুধারাম ও নোয়াখালি সদর থানার পুলিশের ত্রি-মুখি অভিযানে, সে এখন বাবা- মায়ের কোলে ফিরে এসেছে৷ সে সাথে গ্রেফতার করা হয়েছে মূল অপহরণের হোতা ফারুক মিয়া (৩৮) ও তার অপরাধের সঙ্গী ফয়সল (২৩) কেও৷

ঘটনায় প্রকাশ , গত ৭ সেপ্টেম্বর ,রোজ সোমবারে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ফারুক ও স্ত্রী প্রতিবেশী ভাড়াটিয়া শিপন মোল্লার শিশু সন্তানকে পূর্ব পরিকল্পিতভাবে বাড়ি থেকে অপহরণ করে নোয়াখালি জেলার শুধারাম উপজেলায় নিয়ে যায়৷ সাথে শিশুটির বাবার মোবাইলে যোগাযোগ করে জানায় তার সন্তানকে যদি সুস্থ ও নিরাপদে ফেরত পেতে চায় তবে বিকাশে ৫০০০(পাঁচ হাজার) টাকা দিতে হবে৷ এরপর সন্তানের জীবনের কথা চিন্তা করে সে বিকাশে টাকা পাঠিয়ে দেয়, কিন্তু টাকা নিয়েও সে বাচ্চাটিকে ফেরত দেয় নি৷  আখাউড়া থানার ওসির নির্দেশে আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ হাবিব  কনস্টেবল জোবায়েরকে ও ফিরোজকে সাথে নিয়ে দুঃসাহসিক ও জীবনবাজির অভিযানে নামে পুলিশ৷ সাথে শিশুটির পিতা।