আকাশে ছোট দুটি বিমানের মধ্যে সংঘর্ষে মারা গেছে পাঁচজন

ন্তর্জাতিক ডেস্ক : আকাশে ছোট দুটি বিমানের মধ্যে সংঘর্ষে মারা গেছে পাঁচজন।

যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে। ছোট বিমান দুটির কোনো আরোহী বেঁচে নেই।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে রাশিয়ান মিশন কাজ করছে, এমন একটি গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আলাস্কার ন্যাশনাল গার্ড জানিয়েছে, স্থানীয় বিমানসংস্থা হেজল্যান্ড অ্যাভিয়েশনের একটি বিমান এবং রেনফ্রো’স আলাস্কা অ্যাডভেঞ্চারাস নামে ট্যুর কোম্পানি পরিচালিত আরেকটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে হেজল্যান্ড অ্যাভিয়েশনের বিমানের তিনজন এবং অ্যাডভেঞ্চারাসের দুজন আরোহী মারা যান।

যুক্তরাষ্ট্রে আকাশে বিমানে-বিমানে সংঘর্ষ বিরল। তবে এ পর্যন্ত এ জাতীয় যত ঘটনার কথা শোনা গেছে, তার অধিকাংশই ঘটেছে কোনো না কোনো বিমানবন্দরে পাশে।