আইফেল টাওয়ারে বোমা মারার হুমকি

ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ফোনে এই হুমকি পাওয়ার পরে দেশটির পুলিশ আইফেল টাওয়ার থেকে পর্যটকদের বের করে দিয়ে আশেপাশের এলাকা ঘিরে রেখেছে।

ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম জানায়, টাওয়ারের নীচে রাস্তাগুলি এবং সীন নদীর ওপারে ট্রোকাডেরো প্লাজা পর্যন্ত ব্রিজটিকে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা দু’জন পুলিশ অফিসার অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন ফোনে বোমা হামলার হুমকির ফলে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে। এদিকে হুমকির বিষয়ে আইফেল টাওয়ার পরিচালনা কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।

১৩১ বছর বয়সী এই টাওয়ারটি সাধারণ বছরগুলিতে প্রতিদিন প্রায় ২৫,০০০ পর্যটক আসে, তবে করোনাভাইরাসের কারণে ভ্রমণের বিধিনিষেধ থাকায় এই বছর পর্যটক হ্রাস পেয়েছে। আইফেল টাওয়ারটি প্রতিদিন উন্মুক্ত হওয়ার কথা থাকলেও আত্মঘাতী হুমকি, বোমার হুমকি বা শ্রমিক ধর্মঘটের কারণে এটি মাঝেমধ্যে বন্ধ হয়ে যায়।