আইপিএলে শীর্ষে দিল্লি ক্যাপিটালস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস । অষ্টম রাউন্ডের ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১৩ রানে হারিয়েছে তারা।

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান করে দিল্লি। জবাব দিতে নেমে ১৪৮ এ থামে রাজস্থান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি দিল্লি। মাত্র ১০ রানেই ফিরে যান পৃথবি ‘শ এবং আজিঙ্কা রাহানে। তৃতীয় উইকেটে শিখর ধাওয়ান ও শ্রেয়াশ আয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় । তাদের জুটি থেকে আসে ৮৫ রান। ধাওয়ান আউট হন ৫৭ রান করে। এরপর রানের চাকা সচল রাখেন শ্রেয়াশ আইআর। তিনি করেন ৫৩। দিল্লির স্কোর বোর্ডে জমা পড়ে ১৬১।

জবাব দিতে নেমে তুলনামুলক ভালো শুরু করে রাজস্থান। কিন্তু পরবর্তীতে এর ধারাবাহিকতা রাখতে পারেননি স্মিথ-উথাপ্পারা। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন বেন স্টোকস। বাটলার-স্যামসন মাঝারি মানের ইনিংস খেললেও তা যথেষ্ট ছিলো না হার এড়ানোর জন্য।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এলো দিল্লি ক্যাপিটালস।