আইওআরএ মন্ত্রী পর্যায়ের সম্মেলন ঢাকায় শুরু ৪-৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সমুদ্র অর্থনীতি বিষয়ক তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ৪-৫ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে। সম্মেলনের মূল পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইওআরএ সম্মেলনের প্রথম পর্ব ৪ সেপ্টেম্বর শুরু হবে। আর ৫ সেপ্টেম্বর মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম, আইওআরএ চেয়ার মাখস্ত মেগেদেল সোতে, মহাসচিব ড. নমভো এন নোকে উপস্থিত থাকবেন।

সম্মেলনে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমুদ্র অর্থনীতির টেকসই উন্নয়নের লক্ষ্যে করণীয় আলোচনা হবে।
ভারত, অস্ট্রেলিয়া, ইরান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, সিঙ্গাপুর, আরব আমিরাত, ইয়েমেনসহ আইওআরএ’র সদস্য ২১টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
আইওআরএ’র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ। এছাড়া আগামী ২০২১-২৩ মেয়াদে বাংলাদেশ এ সংস্থার চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করবে।