‘অ্যাপ ছাড়া যাত্রী নিলেই আইনানুগ ব্যবস্থা’

অ্যাপ ছাড়া যারা মোটরযানে যাত্রী হিসেবে উঠবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি অ্যাপভিত্তিক মোটরসেবায় জড়িত বাইকাররা যেন অ্যাপ ছাড়া যাত্রী পরিবহন না করেন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করবে ডিএমপি। অ্যাপ ব্যবহার না করে মোটরসাইকেল বা প্রাইভেটকারে যাত্রী বহন করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজধানীর উত্তরায় অ্যাপ ছাড়া যাত্রী পরিবহনে মোটরসাইকেলসহ ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতারের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘অ্যাপ ব্যতীত মোটরসেবায় চলাচল করা উচিৎ নয়। কারণ এতে ছিনতাইয়ের মতো সোশ্যাল ক্রাইম বেড়ে যেতে পারে। আমরা অ্যাপসভিত্তিক মোটরসেবার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে নিয়ন্ত্রণমূলক কঠোর ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেব।’