অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রি, আটক ১

ইয়াবা বিক্রির নতুন নতুন পন্থা বের করছেন মাদক ব্যবসায়ীরা। এবার অ্যাপের মাধ্যমে ইয়াবা বিক্রয়কারী এক ইলেকট্রিক পণ্য ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) পুলিশের পক্ষ থেকে মো. আবদুল করিম (৩৯) নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতারের কথা জানানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোরে নিউমার্কেট মোড়ের কাছ থেকে আবদুল করিমকে (৩৯) আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ২৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

আবদুল করিম ইলেকট্রনিকসের ব্যবসা করে বলে জানা গেছে। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করেন। এরপর ইয়াবা ক্রেতাদের সঙ্গে একাধিক অ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন। এভাবেই ইয়াবা কারবারি চালাচ্ছিল করিম।

ওসি জানান, আবদুল করিম হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করে ইয়াবা বিক্রি করতেন। মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়া ও সহজে যোগাযোগ করে ইয়াবা বিক্রি করার জন্য অ্যাপ ব্যবহার করতেন।

ওসি জানান বলেন, আবদুল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।