অস্ট্রেলিয়ায় মিললো সোনার বিরল নাগেটস

দক্ষিণ অস্ট্রেলিয়ায় সাড়ে ৩ কেজি ওজনের সোনার বিরল ‘নাগেটস’ খুঁজে পেয়েছেন দুই গোল্ড হান্টার্স। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের শহর তারনাগুল্লার কাছে এই মূল্যবান দুটি ধাতব বস্তু পান ব্রেন্ট শ্যানন এবং ইথান ওয়েস্ট।

আর এই সোনার পাথরগুলি টিভি শো ‘অসি গোল্ড হান্টার্সে’ প্রদর্শন করেছেন তারা। এর মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা ২ কোটি ১২ লাখ ৫০ হাজার বাংলাদেশি মুদ্রার সমান।

ঐ অঞ্চলে শক্তিশালী যন্ত্রের সাহায্যে তল্লাশি চালিয়ে সোনার নাগেটস দুটি শনাক্ত করেন তারা। আর এটিকে বিরল ধাতু বলছেন অনেকে।

২০১৯ সালে ১ কেজির উপরে সোনার নাগেটস পান এক ব্যক্তি।

অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে মূল্যবান ধাতু পেয়ে থাকেন গোল্ড হান্টার্সরা।