অস্টিওআরথ্রাইটিস সঙ্গে খাদ্যাভ্যাসের একটি সম্পর্ক রয়েছে

অস্টিওআরথ্রাইটিস সঙ্গে খাদ্যাভ্যাসের একটি সম্পর্ক রয়েছে।    কিছু কিছু খাবার ছোটবেলা থেকে অস্টিওআরথ্রাইটিস প্রতিরোধ করায় কাজ দেয়। এ ছাড়া জীবনযাপনের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখাও অস্টিওআরথ্রাইটিস প্রতিরোধ করে। অস্টিওআরথ্রাইটিস হয়ে গেলে চিকিৎসার পাশাপাশি খাদ্যাভ্যাসে সচেতনতা প্রয়োজন।

এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৬২৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন  ডা. মিজানুর রহমান কল্লোল। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অর্থোপেডিক্স ও ট্রমাটোলোজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : খাদ্যাভ্যাস এ ক্ষেত্রে কী ভূমিকা পালন করে?

উত্তর : যাদের স্থূল শরীর তাদের অস্টিওআরথ্রাইটিস বেশি হয়। যারা ক্যালসিয়ামযুক্ত খাবার কম খাচ্ছে, তাদের এটি হওয়ার আশঙ্কা বেশি হয়। ছোটবেলা থেকে এসব খাওয়ার অভ্যাস করতে হবে। আর খেলাধুলার অভ্যাস চালু রাখতে হবে যাতে অস্টিওআরথ্রাইটিসের পরিমাণ কম হয়।