অশালীন গালি শাস্তি পেলেন সরফরাজ

অশালীন গালি দিয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে।

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-এ আজম ট্রফিতে উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

এ অপরাধে ম্যাচ ফি’র ৩৫ শতাংশ জরিমানা করা হয় সরফরাজকে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছিলেন সরফরাজ। এরই জেরে আচরণবিধির ২.২১ ধারা ভঙ্গের অভিযোগ এনে ম্যাচ রেফারি সিন্ধুর এই অধিনায়ককে জরিমানা করেন। একই টুর্নামেন্টের আরেক ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবের ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিনকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আচরণবিধির লেভেল-১ এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগে এই জরিমানা করা হয় তাকে।

ম্যাচ চলাকালীন আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয় উসমানের বিরুদ্ধে। এ অভিযোগে ম্যাচ রেফারি তাকে জরিমানায় আওতায় আনেন।