অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে ট্যানারি শ্রমিকরা

ঢাকা: বাসস্থান, চাকরির প্রত্যয়নপত্র ও মানবিক সুবিধা নিশ্চিত করার দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে ট্যানারি শ্রমিকরা। রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে তারা।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে কারখানার শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে দিতে হাজারীবাগে ওয়ার্কার্স ইউনিয়নের সম্মুখে জড়ো হয়। সকাল ১০টার দিকে ট্যানারি ফ্যাক্টরির হাজার হাজার শ্রমিকের অংশগ্রহণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, সহ সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাদিউল ইসলাম, প্রচার সম্পাদক আকতার হোসেন, সহসম্পাদক নুরুল আমিন বাবুল প্রমুখ।

বক্তারা সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের প্রেক্ষিতে শ্রমিকদের বাসস্থান, চাকরির প্রত্যয়নপত্র, ধারাবাহিকতা রক্ষা এবং নতুন ট্যানারি শিল্প নগরীতে শ্রমিকদের বাসস্থান, মেডিক্যালসহ মানবিক সুবিধাসমূহ নিশ্চিত করার দাবি জানান।