অরক্ষিত পোল্ট্রি মুরগির খামারের বিরোধিতা করায় যুবকের উপর সন্ত্রাসী হামলা

হাজীঃ তৌফিকুল ইসলাম খান , অনুসন্ধান সংবাদদাতা, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার সদর উপজেলার  ঢাকুয়াপাড়া সাকিনস্থ বুদ্ধি লালচাঁন এর জায়গা ভাড়া নিয়ে বিগত কয়েক বছর পূর্বে পোল্ট্রি মুরগির খামার তৈরি করেন, একই উপজেলার শিববাড়ি(বড়াই) গ্রামের নারায়ণ সাহার ছেলে উদয় সাহা(৩৮)।

পল্ট্রি মুরগির খামারটি সম্পুর্ন অরক্ষিত থাকায় মুরগির বর্জসহ ময়লা আবর্জনায় দুর্গন্ধ ছড়িয়ে  এলাকার পরিবেশ নষ্ট করিতেছে। সেই সাথে মাছির যন্ত্রণায় পার্শ্ববর্তি লুৎফর রহমানের বাড়ি সহ আশেপাশের এলাকার বাসিন্দারাও মাত্রাতিরিক্ত দুর্ভূগের শিকার হচ্ছে। এ বিষয়ে লোক মারফতে জানানো হলে কোন প্রকার প্রতিকার পাওয়া যায়নি।
সম্প্রতি ৮-ই ডিসেম্বর ২০২০-ইং রোজ মঙ্গলবার সকালে উদয় সাহা(৩৮)কে উক্ত খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বললে রাগান্বিত হয়ে খামারের পার্শ্ববর্তি লুৎফর রহমানের ছেলে মোঃ উজ্জ্বল হোসেন(৩২)কে পল্ট্রি খামার নিয়ে মাথা ঘামালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
একই দিন বিকেলে উদয় সাহা(৩৮)র অনুসারী মাসুহারা সন্ত্রাসী বাহিনী-১) সুমন(৩৬), ২) খোকন(৪২), পিতামৃত- হায়াত আলী, ৩) বাশেদ(৩৬),পিতা- সিরাজ বিশ্বাস, ৪) জমির(৪৫), পিতামৃত-ইব্রাহিম বিশ্বাস, ৫) আছলাম(৩০), পিতা- জমসের, ৬) সাব্বির(২৩), পিতা- বিল্লাল বিশ্বাস, সর্বসাং- চর-হিজুলী দক্ষিণ পাড়া, সহ আরোও অচেনা ৭/৮ জন মাস্ক পরিহিত সন্ত্রাসীরা লুৎফর রহমানের ছেলে উজ্জ্বল হোসেন(৩২)কে অতর্কিত হামলা চালিয়ে মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে তার প্রতিবন্ধি বোন লাইলী আক্তার (২৮) তার ভাইকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারী সন্ত্রাসীরা তাকে স্ব-জোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়।
রাস্তার ধারে লুৎফর রহমানের বাড়ি থাকায় তাদের চিৎকারে রাস্তায় চলমান লোকজন এগিয়ে এলে অনুনয় বিনয় করলে হামলকারী সন্ত্রাসীরা দ্রুত ছেড়ে দিয়ে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, উদয় সাহা(৩৮) দীর্ঘদিন যাবৎ তার লালীত সন্ত্রাসী বাহিনীর সহযোগীতায় পল্ট্রি মুরগির খামারের আসপাশের লোকজনকে নানা সময় ভয় ভীতি প্রদর্শন করে আসছে। এছাড়া উল্লিখিত সন্ত্রাসীরা মাদকের সঙ্গেও যুক্ত আছে বলে জনান তিনি।
এমতাবস্থায় মানিকগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী লুৎফর রহমানের ছেলে উজ্জ্বল হোসেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আকবর জানান, উজ্জল হোসেনের উপর সন্ত্রাসী হামলার  অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।