অপহরনের ১২ ঘন্টা পর ইটভাটার ম্যানেজার নূরন্নবী উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ
দিনাজপুরের পার্বতীপুরে এক ইটভাটার ম্যানেজার অপহরনের ১২ ঘন্টা পর জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে। জানাযায়, নূরন্নবী (২৮) দিনাজপুরের একটি ইটভাটাতে ম্যানেজারের চাকুরি করেন। রংপুরের বদরগঞ্জের জামুবাড়ী নয়াপড়া গ্রামের আজিজুল হকের পুত্র নূরন্নবী। তিনি বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরে শ্রমিকদের আগাম টাকা দেয়ার উদ্দ্যেশে বাড়ী থেকে বের হন। সন্ধ্যা ৭টায় বাসযোগে পার্বতীপুর বাসস্ট্যান্ডে পৌছে চার্জার ভ্যানযোগে দিনাজপুর রওনা হলে পথিমধ্যে ভবের বাজারের কাছে তার পূর্ব পরিচিত আকরাম (৪০) ও বাচ্চু (৩৫) তার চার্জার ভ্যানের গতিরোধ করে মোটর সাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জঙ্গলে দড়ি দিয়ে বেধে রাখে। এসময় তার কাছে থাকা ৪৫ হাজার টাকা কেড়ে নেয়ার পর আরও ৫০ হাজার টাকা দাবী করে নূরন্নবীর মোবাইলের মাধ্যমে তার স্বজনদের ফোন দেয় এবং টাকা পাঠানোর বিকাশ নম্বরও দিয়ে নিদিষ্ট সময়সীমা বেধে দেয়। এ সময়ের মধ্যে টাকা দেয়া না হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। এভাবে সারারাত থাকার পর সকালে ক্ষুধার্ত নূরন্নবীর অনুরোধে নাস্তা খাওয়ার জন্য পার্শ্ববর্তী হোটেলে নিয়ে গেলে নূরন্নবী হোটেল মালিককে জড়িয়ে ধরে ঘটনাটি জানালে সেখানে চারপাশের স্থানীয় লোকজন এসে জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে অপহরনকারীরা পালিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় অবধি পার্বতীপুর মডেল থানায় কোন মামলা হয়নি বলে জানান ওসি মাহমুদুল আলম ।