অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে কিশোর গ্যাংয়ের হৃদয়

রাজধানীতে শক্তিশালী হয়ে উঠছে কিশোর গ্যাং। রাজধানীর উত্তরখানে কলেজছাত্র খুনের দুই দিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি বখাটে হৃদয়ের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। ঘটনার পর পার হয়ে গেছে ২ দিন। এখনো ছেলের কথা ভেবে কাঁদছেন বাবা- মা।

পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলো সোহাগ। ছোটবেলা থেকে মানুষের বিপদ দেখলে এগিয়ে যেত সে। এটা তার ছোটবেলার অভ্যাস। কে জানতে মানুষের বিপদে এগিয়ে যাওয়াই কাল হবে তার।

গেলো বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরখানে রাজাবাড়ি মধ্যপাড়া এলাকায় এক রিকশাচালককে মারধোর করছিলো স্থানীয় যুবক হৃদয়। সোহাগ এ ঘটনার প্রতিবাদ করলে কথাকাটাকাটির এক পর্যায়ে সোহাগকে ছুরিকাঘাত করে হৃদয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ।

সোহাগের বাবা বলেন, ‘প্রতিবাদ করায় আমার ছেলেকে ওরা হত্যা করেছে।’

সোহাগের বড় ভাই বলেন, ‘হৃদয়ের নামে একাধিক মামলা আছে। আমি চাই সব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক। যাতে আর কারো মা, বাবা ভাই বোনের বুক খালি করতে না পারে।’

এদিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় আটক করা হয়েছে ১ জনকে বাকীদের ধরতে অভিযান চলছে।

শুক্রবার তার বড় ভাই বাদী হয়ে উত্তরখান থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।