অনুশীলনে ব্যস্ত বার্সেলোনা-রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। শীর্ষ ষোলোর প্রথম পর্বে ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়ায়, শীর্ষ আটে যেতে চাইলে বড় জয়ের বিকল্প নেই জিদান শিষ্যদের সামনে।

অনুশীলনে বেশ মনোযোগী রিয়াল মাদ্রিদ। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের মর্যাদার ট্রফিটা শেষবার ছুঁয়ে দেখেছিলো তারা। এরপর লা লিগা কিংবা ইউরোপের মর্যাদারা ট্রফি কোনটাই ধরা দেয়নি মাদ্রিদিস্তা শিবিরে। তবে, এবারের মৌসুমটা সোনার হরফে লেখা হয়ে থাকবে রিয়ালের জন্য। গেল ডিসেম্বরে করোনা নামক অদৃশ্য এক শত্রু হানা দেয় পুরো পৃথিবীতে।

খেলা বন্ধ হওয়ার আগে শিরোপা নিয়ে অনিশ্চয়তায় ছিলো রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের রাজা তখন বার্সেলোনা। দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর জিদান ম্যাজিকে কুপোকাত সবাই। রাজার মতই ৩৪তম লিগ শিরোপা জিতে নেয় রামোসরা।

মিশন এখন শুধুই চ্যাম্পিয়ন্স লিগ। ১৩ বারের চ্যাম্পিয়নদের সামনে মিশন কোয়ার্টার ফাইনাল। কিন্তু কাজটা সহজ নয়। কারণ খেলা বন্ধ হওয়ার আগে ম্যানচেস্টার সিটির কাছে প্রথম পর্বে ২-১ গোলে হেরে যায় রিয়াল। শীর্ষ আটে পা রাখতে চাইলে পর্তুগালে পেতে হবে বড় জয়। সিটিকে বড় ব্যবধানে হারাতে পারলে লিসবন থেকে খুশির খবর নিেই ফিরতে পারবে জিদান শিষ্যরা। সেজন্য লিগ জয়ের পর খুব বেশি দিন ছুটি না কাটিয়ে অনুশীলনে নিজেদের ভুল শুধরে নিচ্ছে রিয়াল মাদ্রিদ।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সামনে ও কঠিন মিশন। কারণ খেলা বন্ধ হওয়ার আগে তারাও হোঁচট খেয়ে এসেছে। প্রথম পর্বে ১-১ গোলে নাপোলির সঙ্গে ড্র করেছে মেসিরা। লিগ হাতছাড়া হয়েছে। চারদিকে শোনা যাচ্ছে ক্লাব ছাড়ছেন দলের মুল ভরসা লিওনেল মেসি। তবে, গুঞ্জনের পরও চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে পুরোদমে অনুশীলন করছে বার্সেলোনা। দলের সঙ্গে আছেন মেসিও।

প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব নাপোলিও আছে ছন্দে। কিন্তু লিগ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দিকেই এখন তাকিয়ে আছে কাতালানরা।

এ দুই জায়ান্টের চেয়ে বেশ সুবিধাজনক অবস্থায় আছে তিন নম্বরে থেকে লা লিগা শেষ করা অ্যাতলেটিকো মাদ্রিদ। কারণ এরইমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে রোজি ব্লাঙ্কোদের। এ পর্বে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব লাইপজিগ। আগস্টে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রোয়েশিয়ান ফুলব্যাক সিমো ভারসালজকোর ইনজুরিতে পড়ায় কিছুটা চিন্তায় আছে দল। তারপরও লিসবনে কোন ভুল করতে চায়না অ্যাতলেটিকো।

হোসে মারিয়া গিমিনেজ বলেন, ‘করোনায় আমাদের জীবন যাপন ও খেলার ধরণে অনেক পরিবর্তন এসেছে। এটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। একটাই ম্যাচ। তাই আমরা ভুল করতে চাইনা। লাইপজিগকে হারিয়ে সেমিতে পা রাখতে চাই।’

১৪ আগস্ট হবে দু’দলের এ লড়ই।