অনলাইন ক্লাসে করণীয়

করোনাভাইরাসের সংক্রমণের কারণে প্রায় পাঁচ মাসেরও বেশি বন্ধ আছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস-পরীক্ষা। সব স্বাভাবিক হলেও শিক্ষাপ্রতিষ্ঠান গুলো এখনও বন্ধ। করোনা ভাইরাস মোকাবেলায় তাই ঘরে বসেই অনলাইন এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ক্লাস শুরু হয়েছে। আসুন জেনে নেই অনলাইন ক্লাসের গুরুত্বপূর্ণ কিছু দিক –

আলোচনার শুরুতে সংক্ষিপ্ত অভ্যর্থনা জানানো উচিত। এতে অপর পাশের মানুষ ব্যস্ত আছেন কিনা, কিংবা অন্য কনো কাজে করছে কিনা  তা বুঝতে পারবেন।

ক্লাসের আগেই টুলস ব্যবহার জানে নিন।

বাসায় বসে ক্লাস করার সময় আপনাকে অনেক বেশি সিরিয়াস হতে হবে।

হুট করে আলোচনায় না ঢুকে আগে দেখুন সবার মনযোগ আছে কিনা।

বাসায় ক্লাস হয় এর জন্য অনেকেই নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস শুরুর পরে অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করেন। এটা একদম উচিত

নয়।

অপর পাশের মানুষটির সঙ্গে আপনার সম্পর্ক কেমন, তা বুঝে আলোচনা চালিয়ে যান। কথোপকথনের ধাঁচও তেমনই হওয়া উচিত।

ক্লাস শুরু হওয়ার পর অন্য কাউকে ভিডিও কল করা যাবে না।

অনলাইনে ক্লাস করছেন বলে রেগ্যুলার ক্লাসরুম এটিকেট বাদ দিয়ে, যেমন মন চাইবে, শুয়ে-বসে খাটে হেলান দিয়ে ক্লাস করবেন, তা একেবারেই কাম্য নয়।

কথোপকথন শেষে ধন্যবাদজ্ঞাপন সাধারণ শিষ্টাচারের মধ্যে পড়ে। সেটুকু মেনে চলার চেষ্টা করুন।