‘অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা নিরাপদ বলে প্রমানিত’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে আবিষ্কৃত কোভিড-১৯ টিকা নিরাপদ প্রমাণিত হয়েছে এবং তা প্রাণঘাতী জীবাণুর বিরুদ্ধে অত্যন্ত ফলদায়ক।

আজ রোববার (২৪ জানুয়ারি) এক সংবাদ ব্রিফ্রিংয়ে তিনি একথা জানান।

আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, “ভারত সরকারের উপহার পাঠানো অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পৃথিবীর সবচেয়ে ফলপ্রসূ এবং নিরাপদ টিকা বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে।”

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের আবহাওয়ায় অক্সফোর্ড/ অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা বেশি উপযোগী বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, এই টিকা দেশে কোভিড-১৯ এর বিস্তার রোধে সফলভাবে অবদান রাখবে।